HSS Mega Math Olympiad (Divisional 2 - Junior) Banner

HSS Mega Math Olympiad (Divisional 2 - Junior)

নিয়মাবলী

  • প্রশ্নে সকল সংখ্যা ইংরেজিতে লেখা এবং উত্তর প্রদানের ক্ষেত্রে ইংরেজি সংখ্যা ব্যবহার করতে হবে। বাংলা সংখ্যায় প্রদানকৃত উত্তর গ্রহণযোগ্য নয়৷
  • উত্তরে শুধুমাত্র সংখ্যা লেখাই যথেষ্ট। সংখ্যার সাথে কোনো বাংলা বা ইংরেজি শব্দ লিখলে তা গ্রহণযোগ্য হবে না। যেমন: কোনো প্রশ্নে যদি চাওয়া হয় কয়টি? তবে তার উত্তর 9 হলে 9 লেখাই যথেষ্ট, 9 টি লিখলে তা গ্রহণযোগ্য হবেনা।একইভাবে, 12 তম, 12 জন না লিখে শুধুমাত্র 12 লিখলেই হবে।
  • প্রতিটি শিক্ষার্থীকে উত্তরে যে সংখ্যাটি তারা লিখবে তার আগে বা পরে স্পেস না দিতে অনুরোধ করা হলো।আপনারা উত্তর প্রদানের বক্সটিতে ক্লিক করবেন এবং উত্তর লিখে দেন। আগে বা পরে বা দুইটি অঙ্কের মাঝে কোনো স্পেস ব্যবহার করবেন না। যেমন: 1234 এভাবে লেখা পুরোপুরি সঠিক। কিন্তু 1 2 3 4 এভাবে লেখা গ্রহণযোগ্য নয়। আবার শুরুতে একটি স্পেস দিয়ে 1234 লেখা বা 1234 লেখার পর স্পেস দেয়াও গ্রহণযোগ্য নয়।
  • প্রত্যকে শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে উত্তরসমূহ সাবমিট করতে হবে৷
  • বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্ত ই চূড়ান্ত বলে বিবেচিত হবে,এক্ষেত্রে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।


Schedule

The contest will start on July 27, 2020 at 3:00pm UTC+6:00 and will run for 1 hour and 15 minutes.


Access

This is a private contest and open to invited participants only.




Finished



Problems